সাতক্ষীরায় আরো ২৪ শ্রমিক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে

336

সাতক্ষীরা, ১ মে, ২০২০ (বাসস) : জেলার দেবহাটা উপজেলায় নারায়ণগঞ্জ থেকে আসা আরো ২৪ জন ইটভাটা শ্রমিককে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
শুক্রবার ভোর রাতে করোনা সংক্রমনের ঝুঁকি নিয়ে ট্রাকে করে নারায়ণগঞ্জ থেকে দেবহাটায় ফিরেছিলেন এ সকল শ্রমিকরা।এদের প্রত্যেকের বাড়ি দেবহাটা উপজেলার সদর ইউনিয়নের সীমান্তবর্তী বসন্তপুর গ্রামে।
দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীনের নির্দেশে ও দেবহাটা থানা পুলিশের সহায়তায় তাদেরকে সখিপুরের সরকারি খানবাহাদুর আহছানউল্লাহ কলেজে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়।
দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার জানান, যেহেতু ইতোমধ্যেই সাতক্ষীরাতে করোনা রোগী শনাক্ত হয়েছে এবং প্রতিনিয়ত নিষেধাজ্ঞা উপেক্ষা করে নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে সাতক্ষীরার বিভিন্ন এলাকায় মানুষ প্রবেশ করছে। এ কারণে বর্তমানে দেবহাটা কিংবা আশপাশের এলাকাতেও করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে।
করোনা সংক্রমণ এড়াতে সরকারী নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে সবাইকে সামাজিক দুরত্ব বজায় রাখার আহ্বান জানান তিনি।