বাসস বিদেশ-১০ : ইরানে করোনায় এক দিনে ৬৩ জনের মৃত্যু

374

বাসস বিদেশ-১০
ইরানে করোনায় এক দিনে ৬৩ জনের মৃত্যু
তেহরান, ১ মে, ২০২০ (বাসস ডেস্ক) : ইরান শুক্রবার জানিয়েছে, দেশটিতে নতুন করে ৬৩ জনের মৃত্যু হয়েছে। মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা কমছে উল্লেখ করে জনগণকে আরো সতর্ক থাকার আহবান জানানো হয়েছে।
মধ্যপ্রাচ্যে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত ইরানে ২৪ ঘন্টায় নতুন ৬৩ জনসহ দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৯১ জন।
স্বাস্থ্য মন্ত্রনালয়ের মুখপাত্র কয়ানুস জাহানপুরি বলেছেন,নতুন করে টেস্টে ১,০০৬ (এক হাজার ছয়)জন করোনা পজেটিভ পাওয়া গেছে। মোট আক্রান্তের সংখ্যা ৯৫ হাজার ৬৪৬ জন এবং সংক্রমণমুক্ত হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন ৭৬ হাজার ৩০০ বেশী।২ হাজার ৮৯৯ জন গুরুতর অসুস্থ করোনা রোগীকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে জাহানপুরি বলেন, সাম্প্রতিক দিনগুলোতে করোনায় মৃত্যু ও সংক্রমণ কমে এসেছে। রোগ নিয়ন্ত্রণ কার্যক্রম অব্যাহত থাকবে।
বাসস/এএফপি/অনু এমএবি/২০৪৫/স্বব