বাসস ক্রীড়া-৮ : গেইলের আচরনে হতাশ সারওয়ান-জ্যামাইকা তালওয়াস কর্তৃপক্ষ

223

বাসস ক্রীড়া-৮
ক্রিকেট-সারওয়ান
গেইলের আচরনে হতাশ সারওয়ান-জ্যামাইকা তালওয়াস কর্তৃপক্ষ
বার্বাডোজ, ১ মে ২০২০ (বাসস) : এক সময়ের সতীর্থ রামনারায়েশ সারওয়ানকে নিয়ে সম্প্রতি ক্ষোভ ঝেড়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইল। তাকে সাপ, অহংকারী বলেই থেমে যাননি গেইল। বর্তমানে সারা বিশ্বে চলতে থাকা প্রাণঘাতি করোনাভাইরাস হিসেবে সারওয়ানকে অ্যাখায়িত করেছেন গেইল। পাশাপাশি গেইলের সিপিএলের দল জ্যামাইকা তালাওয়াস ছাড়ার পেছনে কাজ করেছেন সারওয়ান এমনটাই বলেছেন তিনি। নিজেকে নিয়ে গেইলের উক্তি শুনতে শুনতে হতাশ সারওয়ান। এবার জ্যামাইকা তালওয়াশও হতাশা প্রকাশ করলো।
সারওয়ান বলেন, ‘জ্যামাইকা তালওয়াসের দল গঠন ও প্রক্রিয়ার সাথে আমি জড়িত নই। কখনো ছিলামও না। গেইল যা বলছে, সব বানোয়াট কথা। গেইল অনেকগুলো মানুষকে মিথ্যে অপবাদ দিয়েছে। তবে আমাকেই লক্ষ্য করে সে বেশিরভাগ কথা বলেছে। গেইল যা বলেছে, সবই মিথ্যা কথা।’
এদিকে এক বিবৃতিতে গেইলের প্রতি হতাশা প্রকাশ করেছে জ্যামাইকা তালওয়াসও। তারা বলে, ‘চুক্তি শেষ হওয়ার বিষয়ে গেইল যে কথাগুলো বলেছে সবই ভুল। এসব নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হলে অনেক ভুল বোঝাবুঝির অবসান হবে।’
বাসস/এএমটি/২০০৭/স্বব