বাসস ক্রীড়া-৭ : বাতিল হওয়া লিগে চ্যাম্পিয়ন হয়ে হ্যাট্টিক শিরোপা পিএসজি

236

বাসস ক্রীড়া-৭
ফুটবল-ফরাসি লিগ
বাতিল হওয়া লিগে চ্যাম্পিয়ন হয়ে হ্যাট্টিক শিরোপা পিএসজি
প্যারিস, ১ মে এপ্রিল ২০২০ (বাসস) : মঙ্গলবার ফ্রান্সের প্রধানমন্ত্রী এডুয়ার্ডো ফিলিপে সেপ্টেম্বরের আগে দেশে কোনো ক্রীড়া ইভেন্ট মাঠে গড়ানোর অনুমতি না দেয়ার ঘোষনা দেন। তাই আনুষ্ঠানিক ঘোষনা ছাড়াই একরকম বাতিল হয়ে যায় নেইমার-এমবাপ্পেদের ফ্রান্সের লিগ ওয়ান এবং টু আসর।
এবার লিগের সমাপ্তি টানলো লিগ ওয়ানের প্রফেশনাল ফুটবল লিগ (এলএফপি) কর্তৃপক্ষ। প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) লিগ ওয়ান চ্যাম্পিয়ন ঘোষনা করে আসর শেষ করলো এলএফপি।
গেল মার্চে লিগ ওয়ান স্থগিত হয়। তার আগ পর্যন্ত ২৭ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ছিলো পিএসজি। ২৮ ম্যাচে ৫৬ নিয়ে দ্বিতীয়স্থানে ছিলো মার্শেই। পয়েন্ট টেবিলে এগিয়ে থাকার সুবাদে টানা তৃতীয়বারের মতো লিগ চ্যাম্পিয়ন হলো পিএসজি।
এবারের শিরোপাটি করোনা মোকাবিলায় যেসব যোদ্ধা কাজ করে যাচ্ছেন, তাদের জন্য উৎসর্গ করলো পিএসজি।
বাসস/এএমটি/১৯২৮/স্বব