বাসস বিদেশ-৯ : দক্ষিণ আফ্রিকায় পর্যায়ক্রমে লকডাউন শিথিল করা শুরু

137

বাসস বিদেশ-৯
দক্ষিণ আফ্রিকা-করোনা
দক্ষিণ আফ্রিকায় পর্যায়ক্রমে লকডাউন শিথিল করা শুরু
জোহানেসবার্গ, ১ মে, ২০২০ (বাসস ডেস্ক) : করোনা ভাইরাসের কারণে পাঁচ সপ্তাহ কড়া লকডাউনে অর্থনৈতিক সংকট ঘণীভূত হওয়ার পরে দক্ষিণ আফ্রিকা কিছু শিল্প কারখানা পুনরায় খোলার অনুমতি দিয়ে শুক্রবার থেকে পর্যায়ক্রমে লকডাউন শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে।
করোনা সংক্রমণ ঠেকাতে গত ২৭ মার্চ থেকে লকডাউন শুরু করার পরে আফ্রিকার শিল্প সমৃদ্ধ দেশটির অর্থনীতি ঝুঁকির মধ্যে পড়েছে।
অর্থনৈতিক বিপর্যয় মোকাবিলায় সরকার ১ মে থেকে পর্যায়ক্রমে ও ফেজ হিসেবে দেশের অর্থনৈতিক কর্মকান্ড পুনরায় শুরুর সিদ্ধান্ত নিয়েছে।
শিল্প ও বাণিজ্য মন্ত্রী ইব্রাহিম প্যাটেল বলেছেন, কড়া স্বাস্থ্য বিধি মেনে আগামী ফেজে প্রায় ১৫ লাখ শ্রমিক নির্দিষ্ট শিল্প কারখানায় কাজে যোগ দেবেন।
খুলে দেয়া শিল্প কারখানার মধ্যে শীতের কাপড়, টেক্সটাইল এবং প্যাকেজিং ইন্ডাষ্ট্রি রয়েছে। রেস্তোরাও খুলে দেয়া হয়েছে। তবে, এখান থেকে কেবল সাপ্লাই নিতে হবে।
ঘরের বাইরের কিছু কার্যক্রম যেমন সকালে হাঁটা, সাইকেলিং ও দৌড়ানোর জন্য তিন ঘন্টা লকডাউন শিথিল করা হয়েছে।
বাসস/এএফপি/অনু-এমএবি/১৬৩০/আরজি