বাসস বিদেশ-৮ : ভারতে করোনায় মোট মৃত্যু এক হাজার ১৪৭ জন, আক্রান্ত ৩৫ হাজার ৪৩ জন

159

বাসস বিদেশ-৮
ভারত -করোনা- মৃত্যু
ভারতে করোনায় মোট মৃত্যু এক হাজার ১৪৭ জন, আক্রান্ত ৩৫ হাজার ৪৩ জন
নয়াদিল্লী, ১ মে, ২০২০ (বাসস ডেস্ক) : ভারতে করোনাভাইরাস মহামারিতে নতুন করে ৭২ জনসহ শুক্রবার পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা এক হাজার ১৪৭ জন এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ হাজার ৪৩ জনে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানায়।
মোট আক্রান্তদের মধ্যে ৮ হাজার ৮৮৮ জন করোনামুক্ত হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন এবং আক্রান্তদের ১১১ জন বিদেশী নাগরিক।
মন্ত্রণালয় জানায়, শুক্রবার সন্ধ্যার পর থেকে এ পর্যন্ত নতুন করে মারা যাওয়া ৭২ জনের মধ্যে ২৭ জন মহারাষ্ট্রে, ১৭ জন গুজরাটে,১১ জন পশ্চিমবঙ্গে, মধ্যপ্রদেশ ও রাজস্থানে ৭ জন করে এবং দিল্লীতে ৩ জন মারা গেছেন।
মোট মৃত এক হাজার ১৪৭ জনের মধ্যে মহারাষ্ট্রে ৪৫৯ জন, গুজরাটে ২১৪ জন, মধ্যপ্রদেশে ১৩৭ জন, দিল্লীতে ৫৯ জন, রাজস্থানে ৫৮ জন, উত্তর প্রদেশে ৩৯ জন, পশ্চিমবঙ্গে ৩৩ জন এবং অন্ধ্রপ্রদেশে ৩১ জন।
বাসস/পিটিআই/অনু এমএপি/১৫০০/জেহক