রাশিয়ার প্রধানমন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত

335

মস্কো, ১ মে, ২০২০ (বাসস ডেস্ক) : রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন বৃহস্পতিবার বলেছেন, তিনি করোনাভাইরাসে আক্রান্ত এবং মন্ত্রী পরিষদের অন্য সদস্যদের রক্ষার স্বার্থে তিনি নিজে আলাদা থাকবেন। খবর এএফপি’র।
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক ভিডিও মিটিংয়ে মিশুস্তিন বলেন, ‘আমি এই মাত্র জেনেছি যে আমার করোনাভাইরাস পরীক্ষার ফল পজিটিভ এসেছে।’
তিনি বলেন, ‘আমি সেলফ-আইসোলেশনে থাকবো এবং চিকিৎসকদের পরামর্শ মেনে চলবো। এ ভাইরাস থেকে আমার সহকর্মীদের রক্ষা করা প্রয়োজন।’ এ সময় মিশুস্তিন দেশের ‘সকল গুরুত্বপূর্ণ বিষয়ে’ নিয়মিত যোগাযোগ রাখার প্রতিশ্রুতি দেন।
তিনি বলেন, ফার্স্ট উপ-প্রধানমন্ত্রী আন্দ্রেই বালোসভকে ‘ভারপ্রাপ্ত’ প্রধানমন্ত্রী হিসেবে তার স্থলাভিষিক্ত করা হয়েছে।
এ মিটিংয়ে পুতিন তাকে আশ্বস্ত করে বলেন, ‘এখন আপনার যা হয়েছে তা অন্য যেকারো হতে পারতো।’ তিনি বলেন, ‘আমি আশা করি যে আপনি কাজে বহাল থেকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন।’
পুতিন মিশুস্তিনকে বলেন, ‘আপনার মতামত ও অংশগ্রহণ ছাড়া কোন সিদ্ধান্ত গ্রহণ করা হবে না। এ সময় তিনি তার দ্রুত আরোগ্য কামনা করেন।