আগারওয়ালকে ২ বছরের জন্য নিষিদ্ধ করলো আইসিসি

333

ঢাকা, ৩০ এপ্রিল ২০২০ (বাসস) : বাংলাদেশের সাকিব আল হাসানকে ম্যাচ পাতানোর প্রস্তাব দেয়া ভারতের কুখ্যাত জুয়াড়ি দীপক আগারওয়ালকে দুই বছরের জন্য নিষিদ্ধ করলো আইসিসি।
হোয়াটসঅ্যাপে সাকিবকে ম্যাচ পাতানোর প্রস্তাব দিয়েছিলেন আগারওয়াল।
জুয়াড়ি আগারওয়ালের প্রস্তাব গোপন করেছিলেন সাকিব। তাই সাকিবকে দু’বছরের জন্য (এক বছর কমানো হয়েছে) সবধরনের ক্রিকেটে নিষিদ্ধ করেছিলো আইসিসি।
এবার আগারওয়ালকে দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ ঘোষণা করল আইসিসি। পাশাপাশি ছয় মাসের জন্য বরখাস্তও করা হয়েছে তাকে।
আইসিসির অনুচ্ছেদ ২.৪.৭ ধারা মোতাবেক শাস্তি দেওয়া হয়েছে আগারওয়ালকে। ২০২১ সালের ২৬ অক্টোবর পর্যন্ত ক্রিকেটে নিষিদ্ধ থাকবেন তিনি।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে খবরটি জানিয়েছে আইসিসি।
তবে আগারওয়ালের নিষেধাজ্ঞার কারণ ভিন্ন। ২০১৮ সালে টি-টেন লিগে তার দল সিন্ধ এর বিরুদ্ধে নিয়ম ভাঙার অভিযোগ উঠেছিল। কিন্তু মালিক হবার পরও সেই অভিযোগ তদন্তে সহযোগিতা করেননি তিনি। এমনকি তদন্তের আলামতও নষ্ট করেছিলেন।
ফলে আইসিসি’র দুর্নীতি দমন জানায়, তদন্তের আলামত নষ্ট ও সহযোগিতা না করায় তাকে শাস্তি দেয়া হলো।
আইসিসি জানিয়েছে, আগারওয়াল তার সব অপরাধ স্বীকার করেছেন। তারপরও তাকে শাস্তি ভোগ করতে হবে।