বাসস বিদেশ-১৪ : জার্মানিতে হিজবুল্লাহর সকল কর্মকান্ড নিষিদ্ধ : মন্ত্রী

238

বাসস বিদেশ-১৪
জার্মানি-হিজবুল্লাহ-নিষিদ্ধ
জার্মানিতে হিজবুল্লাহর সকল কর্মকান্ড নিষিদ্ধ : মন্ত্রী
বার্লিন, ৩০ এপ্রিল, ২০২০ (বাসস ডেস্ক) : জার্মান সরকার বৃহস্পতিবার জানিয়েছে, তারা দেশটির মাটিতে ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ সংগঠনের সকল কর্মকান্ড নিষিদ্ধ করেছে। বার্লিন এটিকে একটি ‘শিয়া সন্ত্রাসী সংগঠন’ হিসেবে অভিহিত করে। খবর এএফপি’র।
মন্ত্রীর মূখপাত্র মন্ত্রণালয়ের টুইটার অ্যাকাউন্টে জানান, স্বরাষ্ট্রমন্ত্রী হর্স্ট সীহোফার জার্মানিতে এ সংগঠনের কার্যক্রম আজ নিষিদ্ধ ঘোষণা করেন।
টুইটার বার্তায় আরো বলা হয়, জার্মানির বিভিন্ন স্থানে তাদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে।
ওই মূখপাত্র লিখেছেন, ‘এই সংকটকালেও আইনশৃংখলা রক্ষার বিষয়টিকে গুরুত্ব দেয়া হচ্ছে।’
বাসস/এমএজেড/১৯৪০/জেহক