বাসস ক্রীড়া-৬ : আর্থিক সহায়তায় বিশ্বকাপ জয়ের সরঞ্জামাদি নিলামে তুলবেন আকবর

173

বাসস ক্রীড়া-৬
ক্রিকেট-আকবর
আর্থিক সহায়তায় বিশ্বকাপ জয়ের সরঞ্জামাদি নিলামে তুলবেন আকবর
ঢাকা, ৩০ এপ্রিল ২০২০ (বাসস) : প্রাণঘাতি করোনাভাইরাসের কারনে অসহায়-দুস্থদের আর্থিক সহায়তা করতে বিশ্বকাপ জয়ের জার্সি ও গ্লাভস নিলামে তোলার সিদ্বান্ত নিয়েছেন আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় করা বাংলাদেশ দলের অধিনায়ক আকবর আলি। ভারতের বিপক্ষে ফাইনাল জয়ের জার্সি ও গ্লাভস নিলামে তুলবেন তিনি।
ভারতের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ফাইনালে ৩ উইকেটে জয় পাওয়া ম্যাচে অপরাজিত ৪৩ রান করেছিলেন আকবর।
ফেসবুকে আকবর লিখেন, ‘নিঃসন্দেহে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় এখন পর্যন্ত আমার জীবনের সেরা অর্জন। করোনার এই সংকটকালীন সময়ে সেই অর্জনের দু’টি স্মারক ফাইনালের ম্যাচ জার্সি ও ফাইনালে ব্যবহৃত ব্যাটিং গ্লাভস নিলামে তুলতে যাচ্ছি। নিলাম থেকে প্রাপ্ত পুরো অর্থটাই করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য ব্যয় করা হবে।’
সম্প্রতি, ‘অকশন ফর অ্যাকশন’এর মাধ্যমে নিজের বিশ্বকাপের ব্যাট নিলামে তুলেছিলেন সাকিব আল হাসান। ব্যাটটি ২০ লাখ টাকায় বিক্রি হয়।
দেশের পক্ষে টেস্টে প্রথম ডাবল-সেঞ্চুরি করা ব্যাট নিলামে তোলার ঘোষনা দিয়েছেন মুশফিকুর রহিম। মোহাম্মদ আশরাফুল ও অন্যান্য ক্রিকেটাররাও নিজেদের সরঞ্জামাদি নিলামের তোলার সিদ্বান্ত নিয়েছেন।
কোভিড-১৯এ আকান্তদের সহায়তায় ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (সিডব্লুএবি) মাধ্যমে আকবরের নেতৃত্বে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দল এর আগে আড়াই লাখ টাকা দান করেন।
বাসস/এএমটি/১৯০৫/স্বব