বাসস ক্রীড়া-৫ : ঘোষণা ছাড়াই বাতিল হলো নেইমার-এমবাপ্পেদের ফরাসি লিগ!

114

বাসস ক্রীড়া-৫
ফুটবল-ফরাসি লিগ
ঘোষণা ছাড়াই বাতিল হলো নেইমার-এমবাপ্পেদের ফরাসি লিগ!
প্যারিস, ২৯ এপ্রিল ২০২০ (বাসস) : আনুষ্ঠানিক ঘোষনা ছাড়াই একরকম বাতিল হলো নেইমার-এমবাপ্পেদের ফ্রান্সের লিগ ওয়ান এবং টু আসর।
মঙ্গলবার ফ্রান্সের প্রধানমন্ত্রী এডুয়ার্ড ফিলিপে ঘোষণা দেন, সেপ্টেম্বরের আগে দেশে কোনো ক্রীড়া ইভেন্ট মাঠে গড়ানোর অনুমতি দেয়া হবে না।
আর ইউরোপিয়ান ফুটবলের প্রধান সংস্থা উয়েফা জানিয়েছে, ২ আগস্টের মধ্যে চলতি সকল লিগ শেষ করতে হবে।
তাই ঘোষণা ছাড়াই ২০১৯-২০ মৌসুমের ফরাসি লিগ ওয়ান ও টু বাতিলই হয়ে গেল।
করোনাভাইরাসের কারণে গত মার্চ মাস থেকেই স্থগিত ইউরোপিয়ান ফুটবল। তবে আগামী মাস থেকে মাঠে ফুটবল ফেরানোর পরিকল্পনায় ছিলো ইউরোপের বিভিন্ন দেশ। সেই পরিকল্পনায় ছিলো ফ্রান্সের লিগ ওয়ান এবং টু’র আয়োজকরা। কিন্তু প্রধানমন্ত্রীর ঘোষনায় সব ভেস্তে গেল।
যেহেতু এখনো কোন আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তাই এবারের মৌসুমে লিগ ওয়ান চ্যাম্পিয়ন কোন দল হলো তা এখনো নিশ্চিত নয়।
তবে গেল মার্চে লিগ ওয়ান স্থগিত হওয়ার আগে ২৭ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে ছিলো নেইমার-এমবাপ্পের প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। আর ২৮ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিল অলিম্পিক মার্শেই।
বাসস/এএমটি/১৭৫০/স্বব