বাসস বিদেশ-৭ : বিশ্বব্যাপী সংঘাত নিরসনে ৩ মাসের ‘মানবিক বিরতির’ আহ্বানের কথা ভাবছে নিরাপত্তা পরিষদ

118

বাসস বিদেশ-৭
ভাইরাস-জাতিসংঘ-কূটনীতি
বিশ্বব্যাপী সংঘাত নিরসনে ৩ মাসের ‘মানবিক বিরতির’ আহ্বানের কথা ভাবছে নিরাপত্তা পরিষদ
জাতিসংঘ (যুক্তরাষ্ট্র), ২৯ এপ্রিল, ২০২০ (বাসস ডেস্ক) : জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মহামারি করোনাভাইরাসের বিরুদ্ধে চলমান লড়াইয়ের অংশ হিসেবে বিশ্বব্যাপী চলা বিভিন্ন সংঘাতের ক্ষেত্রে ৯০ দিনের জন্য ‘মানবিক বিরতির’ ডাক দেয়ার পরিকল্পনা করছে। মঙ্গলবার এএফপি’র হাতে আসা একটি খসড়া প্রস্তাব থেকে একথা জানা যায়। খবর এএফপি’র।
ফ্রান্স ও তিউনিশিয়ার সহযোগিতায় উত্থাপন করা গত সপ্তাহের প্রাথমিক এক খসড়া প্রস্তাবে কেবলমাত্র ৩০ দিনের মানবিক বিরতির কথা বলার পাশাপাশি সংঘাতে লিপ্ত দেশগুলোর মধ্যকার সকল শত্রুতা নিরসন এবং করোনাভাইরাস মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
তবে সোমবার সংশোধিত নতুন খসড়া প্রস্তাবে এখন লাগাতারভাবে কমপক্ষে ৯০ দিনের জন্য একটি টেকসই মানবিক বিরতির ব্যাপারে দ্রুত চুক্তি করতে সশস্ত্র সংঘাতে জড়িত সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
খসড়া প্রস্তাব অনুযায়ী, এ মানবিক বিরতি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবিক সহযোগিতা সরবরাহ অবাধ ও জোরদার করবে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এ বিষয়ে এখন পর্যন্ত ভোটাভুটির কোন তারিখ নির্ধারণ করেনি।
উল্লেখ্য, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস গত ২৩ মার্চ বিশ্বব্যাপী দ্রুত অস্ত্র বিরতির আহ্বান জানান।
বাসস/এমএজেড/১৪৩৪/জেহক