বাসস বিদেশ-২ : ফ্রান্সে করোনা ভাইরাসে নতুন করে ৩৬৭ জনের মৃত্যু, আইসিইউ’তে রোগীর সংখ্যা হ্রাস

131

বাসস বিদেশ-২
ভাইরাস-ফ্রান্স-মৃত্যু
ফ্রান্সে করোনা ভাইরাসে নতুন করে ৩৬৭ জনের মৃত্যু, আইসিইউ’তে রোগীর সংখ্যা হ্রাস
প্যারিস, ২৯ এপ্রিল, ২০২০ (বাসস ডেস্ক) : ফ্রান্স মঙ্গলবার জানিয়েছে, দেশটিতে মহামারি করোনা ভাইরাসে নতুন করে আরো ৩৬৭ জন প্রাণ হারিয়েছে। এনিয়ে ১ মার্চ থেকে কোভিড-১৯ ভইরাসে দেশটির মৃতের সংখ্যা বেড়ে মোট ২৩ হাজার ৬৬০ জনে দাঁড়ালো। তবে, আইসিইউ’তে রোগীর সংখ্যা হ্রাস অব্যাহত রয়েছে। খবর এএফপি’র।
খবরে বলা হয়, প্রাত্যহিক মৃতের সংখ্যা সোমবারের চেয়ে কমেছে। সোমবার দেশটিতে মৃতের সংখ্যা ছিল ৪৩৭ জন। এদিকে, ফ্রান্স সরকার আগামী ১১ মে থেকে দেশে আরোপ করা করোনাভাইরাস সংক্রান্ত লকডাউন সতর্কতার সাথে তুলে নেয়ার পরিকল্পনা ঘোষণা করেছে।
স্বাস্থ্য বিভাগ জানায়, আগের দিনের তুলনায় ফ্রান্সের আইসিইউতে করোনা রোগীর সংখ্যা ২২১ জন হ্রাস পেয়েছে।
বাসস/এমএজেড/১০৪০/আরজি