বাসস বিদেশ-১ : যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে ২,২০০ জনের মৃত্যু : জনস হফকিন্স

213

বাসস বিদেশ-১
ভাইরাস-যুক্তরাষ্ট্র-মৃত্যু
যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে ২,২০০ জনের মৃত্যু : জনস হফকিন্স
ওয়াশিংটন, ২৯ এপ্রিল, ২০২০ (বাসস ডেস্ক) : যুক্তরাষ্ট্রে মঙ্গলবার মহামারি করোনা ভাইরাসে প্রাত্যহিক মৃতের সংখ্যা ফের বেড়েছে। জনস হফকিন্স ইউনিভার্সিটি এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।
বাল্টিমোর ভিত্তিক এ ইউনিভার্সিটি রাত সাড়ে ৮ টা (গ্রীনিচ মান সময় ০০৩০ টা) পর্যন্ত গত ২৪ ঘণ্টার হিসাব তুলে ধরে জানায়, এ সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ ভাইরাসে আরো ২ হাজার ২০৭ জনের মৃত্যু হয়েছে। প্রাত্যহিক হিসাবে গত রোববার ও সোমবার দেশটিতে মৃতের সংখ্যা প্রায় ১ হাজার ৩০০ হ্রাস পেয়েছিল। সেদিক থেকে আজ মৃতের সংখ্যা অনেক বেড়েছে।
এনিয়ে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃতের মোট সংখ্যা বেড়ে ৫৮ হাজার ৩৫১ জনে দাঁড়িয়েছে। এতে দেখা যায়, বছরের পর বছর ধরে চলা ভিয়েতনাম যুদ্ধে আমেরিকার যত নাগরিক প্রাণ হারিয়েছে তা ছাড়িয়ে গেছে। জাতীয় আর্কাইভে থাকা রেকর্ড অনুযায়ী সে সময় এ যুদ্ধ ও দুর্ঘটনাসহ অন্যান্য কারণে প্রায় ৫৮ হাজার ২২০ নিহত হয়েছিল।
জনস হফকিন্সের দেয়া উপাত্ত অনুযায়ী, মঙ্গলবার দেশটিতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১০ লাখ ছাড়িয়েছে। এ সংখ্যা বিশ্বের মোট আক্রান্তের সংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ।
বিশ্বে করোনা ভাইরাসে এ পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। ফলে, দেশটিতে আক্রান্তের ও মৃতের সংখ্যা বিশ্বের অন্য যেকোন দেশের তুলনায় অনেক বেশি।
বাসস/এমএজেড/১০৩০/আরজি