বাসস দেশ-২৪ : চট্টগ্রামে করোনার চিকিৎসা কর্মীদের সিএমপির ইফতার

271

বাসস দেশ-২৪
সিএমপি-ইফতার
চট্টগ্রামে করোনার চিকিৎসা কর্মীদের সিএমপির ইফতার
চট্টগ্রাম, ২৮ এপ্রিল, ২০২০ (বাসস) : চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মাহবুবুর রহমান করোনা ভাইরাস মোকাবেলায় যারা ফ্রন্টলাইনে থেকে কাজ করছেন, সে সকল চিকিৎসক ও চিকিৎসাসেবা কর্মীদের কাছে ইফতারী পাঠিয়েছেন ।
মঙ্গলবার বিকেলে পাঠানো এ ইফতারীকে সিএমপি বলছে করোনা যোদ্ধাদের জন্য ভালোবাসা উপহার। বিষয়টি নিশ্চিত করেন সিএমপির জনসংযোগ কর্মকর্তা আবু বকর সিদ্দিক।
তিনি জানান, নগরীর আন্দরকিল্লার জেনারেল হাসপাতালে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীনের মাধ্যমে ও ফৌজদারহাটের বিআাইটিআইডিতে আকবর শাহ থানার ওসি মোস্তফিজুর রহমানের মাধ্যমে এসব ইফতার পাঠানো হয়। মূলত করোনা যুদ্ধে নিরলসভাবে কাজ করে যাওয়ায় চিকিৎসক ও চিকিৎসা সংশ্লিষ্টদের কাছে ভালোবাসার এ উপহার পাঠান সিএমপি কমিশনার।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘কমিশনার স্যারের ভালবাসার উপহার করোনা যুদ্ধে ফ্রন্টলাইন যোদ্ধাদের কাছে জেনারেল হাসপাতালে পৌঁছে দেওয়া হয়েছে।’ একই কথা জানান বিআাইটিআইডিতে পৌঁছে দেওয়া আকবর শাহ থানার ওসি মোস্তফিজুর রহমান।
এরআগেও সিএমপি কমিশনার মাহবুবুর রহমান এ সব ফ্রন্টলাইন যোদ্ধাদের জন্য ফল-মূল উপহার পাঠিয়েছিলেন।
বাসস/জিই/কেএস/কেসি/১৯৩৪/স্বব