বাসস দেশ-২১ : জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে আরো শোক

118

বাসস দেশ-২১
শোক- জামিলুর
জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে আরো শোক
মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০ (বাসস) : জাতীয় অধ্যাপক ও সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে আরো শোক এবং দু:খ প্রকাশ করেছেন মন্ত্রী পরিষদ সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, । আজ এক শোক বার্তায় আইনমন্ত্রী বলেন, ড. জামিলুর রেজা চৌধুরী ছিলেন বাংলাদেশের প্রকৌশল জগতের এক উজ্জ্বল নক্ষত্র। একজন খ্যাতনামা প্রকৌশলী, গবেষক ও শিক্ষাবিদ হিসেবে তাঁর সুনাম বিশ্বব্যাপী বিস্তৃত।
জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম । তিনি মরহুম জামিলুর রেজা চৌধুরীর বিদেহী আত্মার শান্তি কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এক শোক বার্তায় বলেন, “স্বাধীনতোত্তর বাংলাদেশের সামগ্রিক পুরকৌশল সেক্টরে তাঁর কর্তব্যনিষ্ঠ অনন্য অবদান জাতি দীর্ঘকাল স্মরণে রাখবে।
একইভাবে কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন , নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীমও জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ এবং প্রয়াতের আতœার শান্তি কামনা করেন।
এছাড়াও জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি আজ এক শোক বার্তায় একুশে পদক প্রাপ্ত প্রয়াত জামিলুর রেজা চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন ।
এর আগে আওয়ামী লীগের সাধারন সম্পাদক এবং সেতু মন্ত্রী ওবায়দুল কাদের. দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ , অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল , প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এবং তথ্যপ্িরতমন্ত্রী ডা: মুরাদ হাসানও জামিলুর রেজা চৌধুরীর মুত্যুতে পৃথক বার্তায় শোক এবং দুঃখ প্রকাশ করেছেন।
জামিলুর রেজা চৌধুরী সোমবার রাতে মারা যান।
বাসস/কেসি/১৯০২/এবিএইচ