উমরকে কঠিন শাস্তি দেয়া হয়েছে বলে মনে করেন বড় ভাই

213

করাচি, ২৮ এপ্রিল ২০২০ (বাসস) : ম্যাচ ফিক্সিংএর প্রস্তাব গোপন করার দায়ে সব ধরনের ক্রিকেট থেকে তিন বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন পাকিস্তানের ডান-হাতি ব্যাটসম্যান উমর আকমল। তবে উমরকে কঠিন শাস্তি দেয়া হয়েছে বলে মনে করেন তার বড় ভাই কামরান আকমল।
উমরের এমন শাস্তি দেখে অবাক হয়েছেন কামরান। তিনি বলেন, ‘উমরকে দেয়া নিষেধাজ্ঞায় আমি হতবাক। তাকে অনেক বড় শাস্তি দেয়া হয়েছে। তিন বছরের নিষেধাজ্ঞা অনেক বেশি কঠিন শাস্তি। একই কারনে বা আরও বেশি অপরাধে অন্যান্য ক্রিকেটাররা অনেক কম শাস্তি পেয়েছিলো। অথচ উমরকে কঠিন শাস্তি দেয়া হলো। যা উচিত হয়নি।’
আইনের মাধ্যমে শাস্তি কমানোর জন্য মাঠে নামবেন বলে জানালেন কামরান, ‘এটি অনেক বেশি শাস্তি। তাই আমরা এই শাস্তি কমানোর জন্য সকল চেষ্টা করবো। প্রয়োজনে আইনের আশ্রয় নিবো। খুব দ্রুতই এ বিষয় নিয়ে আমরা কাজ শুরু করবো। এই শাস্তির বিরুদ্ধে আপিল করবো আমরা।’
একই ধরনের অপরাধে কয়েক মাস আগে পাকিস্তান ডিসিপ্লিনারি কমিটি দেশের দুই ক্রিকেটার মোহাম্মদ ইরফান ও মোহাম্মদ নাওয়াজকে শাস্তি দিয়েছিলো। ইরফান ৬ মাসের ও নাওয়াজ ২ মাসের নিষেধাজ্ঞা পেয়েছিলেন।