বাসস বিদেশ-১২ : বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃত্যু ২ লাখ ১০ হাজার ছাড়িয়েছে : এএফপি

105

বাসস বিদেশ-১২
ভাইরাস-মৃত্যু
বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃত্যু ২ লাখ ১০ হাজার ছাড়িয়েছে : এএফপি
প্যারিস, ২৮ এপ্রিল, ২০২০ (বাসস ডেস্ক) : বিশ্বব্যাপী করোনাভাইরাসে ২ লাখ ১০ হাজারের বেশী লোকের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৮৫ শতাংশ’র মৃত্যু হয়েছে ইউরোপ ও আমেরিকায়।
সরকারী সূত্রে প্রাপ্ত তথ্য সমন্বয় করে মঙ্গলবার গ্রীনিচ মান সময় ০৮৪৫ টায় এএফপি এই পরিসংখ্যান প্রকাশ করে।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে করোনাভাইরাস ছড়িয়ে পরার পরে বিশ্বব্যাপী এ পর্যন্ত মোট ২ লাখ ১০ হাজার ৯৩০ জনের মৃত্যু হয়েছে এবং এতে মোট আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ২৭ হাজার ৮৫৩ জন।
সবচেয়ে আক্রান্ত ইউরোপ মহাদেশে মোট ১ লাখ ২৬ হাজার ৭৯৩ জনের মৃত্যু হয়েছে ,আক্রান্ত হয়েছে ১৪ লাখ ৪ হাজার ১৭১ জন। একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রে ৫৬ হাজার ২৫৩ জনের মৃত্যু হয়েছে। এরপরে ইতালিতে ২৬ হাজার ৯৭৭ জন, স্পেনে ২৩ হাজার ৮২২ জন, ফ্রান্সে ২৩ হাজার ২৯৩ জন এবং বৃটেনে ২১ হাজার ৯২ জনের মৃত্যু হয়েছে।
বাসস/এএফপি/অনু এমএবি/১৭২০/জেহক