বাসস বিদেশ-৯ : স্পেনে করোনাভাইরাসের কারণে বেকারত্বের হার বেড়েছে ১৪ শতাংশের বেশি

107

বাসস বিদেশ-৯
ভাইরাস-স্পেন-বেকারত্ব
স্পেনে করোনাভাইরাসের কারণে বেকারত্বের হার বেড়েছে ১৪ শতাংশের বেশি
মাদ্রিদ, ২৮ এপ্রিল, ২০২০ (বাসস ডেস্ক) : স্পেনে ২০২০ সালের প্রথম তিন মাসে বেকারত্বের হার ১৪ দশমিক ৪ শতাংশ বেড়েছে। ইউরোপের চতুর্থ বৃহত্তম অর্থনীতির এ দেশে করোনাভাইরাসের কারণে দেশব্যাপী লকডাউন আরোপ করায় বেকারত্বের এ হার বাড়লো। জাতীয় পরিসংখ্যান সংস্থা আইএনই এ
তথ্য জানায়। খবর এএফপি’র।
আগের বছরের একই সময়ের তুলনায় বেকারত্বের এ হার ১৩ দশমিক ৮ শতাংশ বেশি। গ্রীসের পর ইউরোজোনে এটা বেকারত্বের সর্বোচ্চ পর্যায়। কোভিড-১৯ ভাইরাসে অন্যতম ক্ষতিগ্রস্ত দেশ স্পেন গত ১৪ মার্চ দেশব্যাপী লকডাউন ঘোষণা করে। এতে দেশের অর্থনীতি ব্যাপকভাবে মুখ থুবড়ে পড়ে।
বাসস/এমএজেড/১৬১৮/জেহক