বাসস বিদেশ-৪ : যুক্তরাষ্ট্রে অনেক স্কুলই খুলে দেয়া হবে বলে আশা ট্রাম্পের

130

বাসস বিদেশ-৪
ট্রাম্প যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে অনেক স্কুলই খুলে দেয়া হবে বলে আশা ট্রাম্পের
ওয়াশিংটন, ২৮ এপ্রিল, ২০২০ (বাসস ডেস্ক) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি আশা করছেন করোনা ভাইরাসের কারণে বন্ধ হওয়া যুক্তরাষ্ট্রের অনেক স্কুলই খুলে দেয়া হবে।
হোয়াইট হাউসে ব্রিফিংকালে সোমবার সাংবাদিকদের তিনি বলেন, অনেক রাজ্য গভর্ণরই তাদের স্কুল পদ্ধতি নিয়ে ভাবছেন। কিন্তু এ বছর, এ সময়ে এ নিয়ে বেশিদূর এগুনো যাবে না। বরং আমি মনে করি অনেক বেশি স্কুল খুলে দেয়া যেতে পারে। অল্পসময়ের জন্যে হলেও এটি ভালো হবে বলে মন্তব্য করেন ট্রাম্প।
তিনি বলেন, করোনায় বয়স্কদের চেয়ে বাচ্চাদের অবস্থা ভালো। বয়স্কদের মতো তারা করোনায় অসুস্থ হয়ে পড়ে না। টাম্প স্কুল খোলার প্রস্তাব করে বলেন, যতদূর জানি কোন কোন গভর্ণর তাদের রাজ্য খুলে দিতে প্রস্তুত নন। কিন্তু তারা অন্তত তাদের স্কুল খুলে দিতে পারেন। এটি এখন তাদের সিদ্ধান্ত।
করোনার প্রদুর্ভাবের কারণে যুক্তরাষ্ট্রে স্কুলসমূহ বন্ধ রয়েছে। অনেকেই অনলাইনে পাঠদান অব্যাহত রেখেছে। এখানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৫৫ হাজারেরও বেশি লোক মারা গেছে।
বাসস/জুনা/১৩০০/জেহক