অস্ত্রোপচারের পর দু’সপ্তাহ বিশ্রামে থাকতে হবে কুটিনহোকে

409

লন্ডন, ২৭ এপ্রিল ২০২০ (বাসস) : ব্রাজিল ও বায়ার্ন মিউনিখের অ্যাটাকিং মিডফিল্ডার ফিলিপ কুটিনহোর ডান পায়ের গোঁড়ালিতে সফল অস্ত্রোপচার হয়েছে। তবে তাকে পুরোপুরি সুস্থ হতে দু’সপ্তাহ বিশ্রামে থাকতে হবে বওে জানিয়েছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ।
সামাজিক যোগাযোগ মাধ্যম নিজেদের অফিসিয়াল টুইটার পেইজে বায়ার্ন মিউনিখ লিখেছে, ‘কুটিনহোর ডান পায়ের গোঁড়ালিতে অস্ত্রোপাচার সফলভাবে সম্পন্ন হয়েছে। সে এখন ভালো অনুভব করছে। তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, দু’সপ্তাহে পুরোপুরি বিশ্রামে থাকতে হবে। দু’সপ্তাহ পর চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণ করে পরবর্তী নির্দেশনা দেবেন।’
চলতি মৌসুমের শুরুতে বার্সেলোনা থেকে ধারে মিউনিখে যোগ দেন কুটিনহো। পাঁচ বছর লিভারপুলে খেলে ২০১৮ সালে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন তিনি।
এবারের মৌসুমে ২২ ম্যাচ খেলে ৮টি গোল করেছেন কুটিনহো। আর বার্সেলোনার হয়ে ৫২ ম্যাচে ১৩ গোল করেছিলেন ২৭ বছর বয়সী এই ফুটবলার।