বাসস ক্রীড়া-১২ : ওয়ানডে,টি-২০র চেয়ে টেস্টে ভালো ক্রিকেটার আফ্রিদি : শোয়েব

212

বাসস ক্রীড়া-১২
ক্রিকেট-শোয়েব
ওয়ানডে,টি-২০র চেয়ে টেস্টে ভালো ক্রিকেটার আফ্রিদি : শোয়েব
করাচি, ২৭ এপ্রিল ২০২০ (বাসস) : সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি ওয়ানডে,টি-২০র চেয়ে টেস্টে ভালো ক্রিকেটার বলে মনে করছেন দেশটির স্পিড স্টার শোয়েব আখতার।
নিজের ইউটিউব চ্যানেলে আফ্রিদির প্রশংসা কনে আখতার বলেন, ‘আফ্রিদি ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। যদি সে টেস্ট খেলতো, তবে আরও ভালো করতে পারতো ।’
ওয়ানডের চেয়ে টেস্টে আফ্রিদি ভালো ক্রিকেটার বলে উল্লেখ করে আখতার বলেন, ‘আমি সব সময়ই বলেছি ওয়ানডের তুলনায় টেস্টেই বেশি ভাল আফ্রিদি। আফ্রিদিকেও এটি বলেছি আমি। টেস্ট নিয়ে তাকে উৎসাহ দিয়েছি।’
ব্যাটিং-এর চেয়ে আফ্রিদির বোলিং বেশি শক্তিশালী বলে মনে করেন আখতার, ‘আমি বিশ্বাস করতাম, ব্যাটিংয়ের চেয়ে আফ্রিদির বোলিংটাই অনেক বেশি শক্তিশালি। তার বোলিংয়ে বৈচিত্র্য ছিলো। পরিস্থিতি অনুযায়ী উইকেট শিকার করতে পারতো সে।’
টেস্ট ছেড়ে ওয়ানডে খেলাটা আফ্রিদির উচিত হয়নি বলে জানান আখতার। তিনি বলেন, ‘২০১০ সালে টেস্ট ক্রিকেট ছাড়েন আফ্রিদি। টেস্ট ক্রিকেট ছেড়ে দেয়া ঠিক হয়নি তার। টেস্টে তো ভালো করেছে সে। কিন্তু সে নিজের ইচ্ছায় টেস্ট ছেড়ে দেয়। কারন ওয়ানডে ও টি-২০ খেলতে পছন্দ করতো আফ্রিদি।’
বাসস/এএমটি/১৯২৩/স্বব