বাসস ক্রীড়া-৯ : কোহলি নয়, টেস্টে পূজারাকে আউট করা কঠিন : কামিন্স

226

বাসস ক্রীড়া-৯
ক্রিকেট-কামিন্স
কোহলি নয়, টেস্টে পূজারাকে আউট করা কঠিন : কামিন্স
সিডনি, ২৭ এপ্রিল ২০২০ (বাসস) : টেস্ট ক্রিকেটে ভারতের চেতেশ্বর পূজারাকে বল করা বেশ কঠিন বলে মন্তব্য করলেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স।
টেস্ট ক্রিকেটে বোলারাদের র‌্যাংকিংএ শীর্ষে রয়েছেন কামিন্স। তারপরও পূজারার বিপক্ষে বল করতে কঠিন পরীক্ষায় পড়তে হয়েছিলো তাকে।
২০১৮-১৯ মৌসুমে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল ভারত। ঐ সফরের অভিজ্ঞতা স্মরণ করে পূজারার ব্যাপারে কথা বলেন কামিন্স।
কামিন্স বলেন, ‘বিশ্বসেরা ব্যাটিং লাইন-আপ হলো ভারতের। সেটা যে ফরম্যাটেই হোক না কেন। ভারতীয় ব্যাটসম্যানদের আউট করা কঠিন। বোলারদের বেশ হিমশিম খেতে হয়। তবে আমি বলবো, সকলের মধ্যে পূজারা ভিন্ন ধরনের ব্যাটসম্যান। পূজারাকে আউট করা খুবই কঠিন। সেটি গত সফরে আমি বেশ ভালোভাবেই টের পেয়েছি।’
ঐ সফরে টেস্ট সিরিজে পূজারা ৫২১ রান করেছিলেন। এই পরিসংখ্যানই বলে দেয় পূজারা কতটা ভুগিয়েছেন অস্ট্রেলিয়ার বোলারদের। সেটি অকপটে স্বীকারও করেন কামিন্স। তিনি বলেন, ‘ঐ সফরে আমাদের মাথা-ব্যাথার কারন ছিলো পূজারা। তাকে নিয়ে আমরা অনেক কাজ করেছি। তাকে পরাস্ত করাটাই কঠিন ছিল। কোনভাবেই তাকে পরিকল্পনার ফাঁদে ফেলানো যাচ্ছিলো না। প্রতি ইনিংসেই যেন সে, নতুনভাবে জ্বলে উঠছিলো। এটি বলতে কোন দ্বিধাবোধ নেই, টেস্ট পূজারাকে আউট করা সবচেয়ে কঠিন কাজ।’
সর্বশেষ অস্ট্রেলিয়া সফরে সিরিজ সেরা হয়েছিলেন পূজারা। আর ঐ সফরে প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিতে ভারত।
বাসস/এএমটি/১৯২০/স্বব