বাসস ক্রীড়া-৮ : ২২ নয় ২০ গজের পিচ চান রাজা

217

বাসস ক্রীড়া-৮
ক্রিকেট-রাজা
২২ নয় ২০ গজের পিচ চান রাজা
করাচি, ২৭ এপ্রিল ২০২০ (বাসস) : করোনাভাইরাসে থমকে আছে বিশ্ব ক্রীড়াঙ্গন। করোনাভাইরাসের প্রকোপ গেলে, আবারো মাঠে ফিরবে সকল খেলাধুলা। এরমধ্যে ক্রিকেটে বেশ কিছু নিয়মে আসবে পরিবর্তন ।
এর মধ্যে অন্যতম, বলে থুতু লাগানো। বল থুতু লাগানো নিয়ম বাদ হবে, এটি এরকম নিশ্চিতই। কারন থুতু থেকে সংক্রমন ছড়াতে পারে। তাই এ নিয়ে ইতোমধ্যে আলোচনা করেছে ক্রিকেটের প্রধান সংস্থা আইসিসি। ফলে থুতুর পরিবর্তে বল বিকৃতির অনুমতিও দিতে পারে আইসিসি।
আইসিসির ওএমন বৈঠকের পর, করোনাভাইরাসে পরবর্তী সময়ের পর ক্রিকেট বিশ্বে কি হতে পারে তা নিয়ে আলোচনাও করছেন অনেকে। এবার নিজের অভিমত তুলে ধরেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজা। নতুন প্রস্তাবও দিয়েছেন তিনি।
এক ইউটিউব চ্যানেলে রাজা বলেন, ‘করোনাভাইরাসের পর ক্রিকেট শুরু হলে ক্রিকেটাররা বলে থুতু লাগাতে পারবে না। এতে সুইংএর জন্য বলের এক পাশ ভালো রাখতে পারবে না। তাহলে, ইনসুইং-আউট সুইংএ সমস্যা হবে। বেশি সমস্যা হবে রিভার্স সুইংএ। টেস্ট ক্রিকেটের আকর্ষণ কমবে। কারণ, টেস্টে রিভার্স সুইং একজন পেসারের প্রধান অস্ত্র। রিভার্স সুইং না থাকলে বোলাররা বিপদে পড়বে। এ ক্ষেত্রে পিচের সাইজ কমানো যেতে পারে। ২২ গজ বাদ দিয়ে পিচকে ২০ গজ করা যেতে পারে। এতে ব্যাটসম্যানরা চাপে পড়বে। তখন বোলারদের সুবিধা হবে। সুইং নিয়ে আর চিন্তা করতে হবে না।’
বাসস/এএমটি/১৯১৯/স্বব