বাসস বিদেশ-১০ : কাজে ফিরেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

105

বাসস বিদেশ-১০
ভাইরাস-ব্রিটেন
কাজে ফিরেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
লন্ডন, ২৬ এপ্রিল, ২০২০(বাসস ডেস্ক) : ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে সোমবার প্রথম প্রকাশ্যে দেখা গেল। হাসপাতালে ভর্তির পর তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি।
এদিন করোনা বিষয়ক বৈঠকে সভাপতিত্ব করছেন তিনি। এর আগে রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবন ডাউনিং স্ট্রিটে ফেরেন তিনি।
ডাউনিং স্ট্রিট থেকে দেয়া এক বিবৃতিতে জনসন ধারণার চেয়েও বেশি সময় দূরে থাকার জন্যে ক্ষমা চেয়েছেন। তবে, তিনি ঘরে থাকার জন্যে ব্রিটিশ জনগণকে ধন্যবাদ জানান। একইসঙ্গে দেশব্যাপী লকডাউন শিথিল করার অব্যাহত আহ্বান প্রত্যাখ্যান করেন।
জনসন একমাস আগে করোনায় আক্রান্ত হন। একপর্যায়ে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। এক সপ্তাহ ধরে তিনি সেখানে চিকিৎসা নেন। তাকে ইনটেনসিভ কেয়ারেও তিনদিন থাকতে হয়। গত ১২ এপ্রিল তিনি হাসপাতাল থেকে ছাড়া পান। এরপর থেকে লন্ডনের বাইরে চেকার্সে ছিলেন তিনি। রোববার দ্য প্রেস এসোসিয়েশন জনসনের ডাউনিং স্ট্রিটে ফেরার কথা জানায়।
এদিকে জনসনের অনুপস্থিতিতে করোনা মোকাবেলা নিয়ে নানামুখী চাপের মধ্যে পড়েছে তার সরকার। স্বাস্থ্যকর্মীরা এখনও সুরক্ষা পোশাক না পাওয়া নিয়ে তাদের অভিযোগ অব্যাহত রেখেছে। এপ্রিলের শেষ নাগাদ একদিনে ১ লাখ লোকের পরীক্ষার যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল তা বাস্তবায়ন এখন কঠিন হয়ে পড়েছে।
করোনা ঠেকাতে দেশটিতে গত ২৩ মার্চ লকডাউন ঘোষণা করা হয়। এরপর তা বাড়িয়ে প্রথমে ১৬ এপ্রিল ও পরে ৭ মে পর্যন্ত করা হয়েছে।
বাসস/জুনা/১৭১০/আরজি