ফ্রান্সে কালো বাজারির উদ্দেশে রাখা ১৪০,০০০ মাস্ক জব্দ

305

বোবিগনি (ফ্রান্স), ২৭ এপ্রিল, ২০২০ (বাসস ডেস্ক) : ফ্রান্স পুলিশ কালো বাজারির উদ্দেশ্যে মজুদ করা ১ লাখ ৪০ হাজার ফেস মাস্ক জব্দ করেছে। করোনা ভাইরাস মহামারি শুরুর পর থেকে মাস্ক জব্দের এটি সবচেয়ে বড় চালান। খবর এএফপি’র।
কোভিড-১৯ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে স্বাস্থ্য কর্মীদের মাঝে বিতরণে অগ্রাধিকার দিতে ফ্রান্স সরকার প্রতিরÿমূলক ফেস মাস্ক ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করার পর, এটি হচ্ছে মাস্কের সবচেয়ে বড় চালান জব্দের ঘটনা।
রোববার পুলিশ সূত্র জানায়, প্যারিসের ঠিক উত্তরে সেন্ট ডেনিসে বক্সগুলো নামানোর সময় দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
এদের মধ্যে একজন জানায়, সে একজন ব্যবসায়ী। সে মাস্কগুলো ৮০ হাজার ইউরো (৮৭ হাজার ডলার) দিয়ে নেদারল্যান্ড থেকে এনেছে। এসবের মধ্যে উচ্চ সুরÿার ৫ হাজার এফএফপি ২ মাস্ক রয়েছে।
পুলিশ জানায়, এসব মাস্ক অনেক বেশি লাভে নির্মাণ শ্রমিকদের কাছে বিক্রি করা হতো।
মার্চে প্যারিসের কাছে একটি গুদাম ঘর থেকে চীন থেকে আনা সাড়ে ৩২ হাজার মাস্ক জব্দ করা হয়। এছাড়াও প্যারিসের এই অঞ্চলে চীনা পাইকারদের এলাকার একটি দোকান থেকে আরো ২৮ হাজার ৮০০ মাস্ক উদ্ধার করা হয়।