বাসস বিদেশ-৩ : মার্কিন স্বাস্থ্য মন্ত্রীর সমর্থনে ট্রাম্প, সমালোচনা মিডিয়ার

200

বাসস বিদেশ-৩
ট্রাম্প-রাজনীতি
মার্কিন স্বাস্থ্য মন্ত্রীর সমর্থনে ট্রাম্প, সমালোচনা মিডিয়ার
ওয়াশিংটন, ২৭ এপ্রিল, ২০২০ (বাসস ডেস্ক): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা মোকাবেলায় ব্যর্থতার দায়ে স্বাস্থ্যমন্ত্রী এলেক্স অ্যাজারকে বরখা¯Í করছেন বলে যে খবর বেরিয়েছে তা নাকচ করে দিয়ে বরং তাকে সমর্থন করে টুইট করেছেন।
করোনায় অধিক প্রাণহানির কারণে নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে জনসমর্থন হারানোর ঝুঁকিতে থাকা ট্রাম্প এ খবরের জন্যে সিএনএন এবং অন্যান্য সংবাদ মাধ্যমের সমালোচনা করেছেন।
তিনি টুইটারে বলেন, আমি স্বাস্থ্য মন্ত্রী এলেক্স অ্যাজার বরখা¯Í করেছি বলে যে খবর বেরিয়েছে তা ভুয়া।
তিনি সংবাদ মাধ্যমের সমালোচনা করে বলেন, তারা জনমনে বিশৃঙ্খলা ও ভয় সৃষ্টিতে মরিয়া।
তিনি বিশেষভাবে ফক্স নিউজের সমালোচনা করে বলেন, যারা ফক্স নিউজ দেখে তারা বিÿুব্ধ। তারা এখনই বিকল্প চায়।
এদিকে সংক্রমণরোধে জীবানুনাশক ইনজেকশন প্রয়োগের কথা বলে সমালোচিত ট্রাম্প বলেছেন, তিনি ব্যাঙ্গাত্মকভাবে এ কথা বলেছেন।
আমেরিকায় করোনা ভাইরাসে ইতোমধ্যে ৫৪ হাজারেরও বেশি লোক মারা গেছে।
বাসস/জুনা/১২৪০/আরজি