বাসস বিদেশ-১২ : ভারতে করোনায় মোট ৮২৪ জনের মৃত্যু, আক্রান্ত ২৬ হাজার ৪৯৬ জন

405

বাসস বিদেশ-১২
ভারত করোনা মৃত্যু
ভারতে করোনায় মোট ৮২৪ জনের মৃত্যু, আক্রান্ত ২৬ হাজার ৪৯৬ জন
নয়াদিল্লী, ২৬ এপ্রিল, ২০২০ (বাসস ডেস্ক) : ভারতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২৪ জন, আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৪৯৬ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয় এ কথা জানায়।
সর্বশেষ হিসাবে শনিবার সন্ধ্যার পর থেকে নতুন করে ৪৫ জনের মৃত্যু হয়েছে,নতুন আক্রান্ত হয়েছে ১ হাজার ৫৫৪ জন। মোট আক্রান্তদের মধ্যে ৫ হাজার ৮০৩ জন সুস্থ হয়ে উঠেছে। আক্রান্তদের ১১১ জন বিদেশী নাগরিক।
নতুন করে মৃত ৪৫ জনের মধ্যে ২৭ জন মহারাষ্ট্রে, ৭ জন মধ্য প্রদেশে, রাজস্থানে ও গুজরাটে ৬ জন করে এবং দিল্লী , উত্তর প্রদেশ, জম্মু ও কাশ্মীর এবং তামিলনাড়–তে ১ জন করে মারা গেছে।
মোট মৃত ৮২৪ জনের মধ্যে সবচেয়ে বেশী মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে, সেখানে ৩২৩ জনের মৃত্যু হয়েছে। এরপরে গুজরাটে ১৩৩ জন, মধ্য প্রদেশে ৯৯ জন, দিল্লীতে ৫৪ জন, অন্ধ্রপ্রদেশে ৩১ জন এবং রাজস্থানে ২৭ জনের মৃত্যু হয়েছে।
বাসস/পিটিআই/অনু এমএবি/২১৫১/স্বব