বাসস ক্রীড়া-৫ : ১ লাখ মাস্ক বিক্রি করলো মিউনিখ

226

বাসস ক্রীড়া-৫
ফুটবল-বায়ার্ন মিউনিখ
১ লাখ মাস্ক বিক্রি করলো মিউনিখ
মিউনিখ, ২৬ এপ্রিল ২০২০ (বাসস) : করোনাভাইরাসের বিপক্ষে লড়াইয়ের জন্য আর্থিক সহায়তা করতে নিজেদের ক্লাবের রঙ লালের সাথে মিল রেখে তৈরী করা ১ লাখ মাস্ক বিক্রি করলো বুন্দেসলিগার দল বায়ার্ন মিউনিখ।
২৪ ঘন্টায় ১ লাখ মাস্ক বিক্রি করেছে বায়ার্ন মিউনিখ। আর্থিক সহায়তার জন্য সাধারন জনগনের সাড়া দেখে মুগ্ধ ক্লাবটি।
এক বিবৃতিতে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, ‘এবার আর্থিক সহায়তার জন্য আমরা মাস্ক বিক্রি করেছি। নিজেদের জন্য নয়। সকলের সাড়া দেখে আমরা অভিভুত। আশা করছি, এভাবে আরও অর্থ সংগ্রহ করতে পারবো আমরা।’
কিছুদিন আগে ক্লাবের লোকসান কমাতে নিজেদের জার্সি বিক্রি করেছিলো বায়ার্ন মিউনিখ। এবার মাস্ক বিক্রি করলো তারা।
শিশুদের জন্য প্রতিটি মাস্ক ৫ দশমিক ৯৫ ইউরোয় বিক্রি করা হয়। আর বড়দের জন্য প্রতিটি মাস্ক বিক্রি হয় ৬ দশমিক ৯৫ ইউরোতে।
বাসস/এএমটি/১৭২০/স্বব