বগুড়ায় ২৭৬ জন দুরোরোগ্য রোগেীর মধ্যে সমাজ সেবা অধিদপ্তরের চেক বিতরণ

198

বগুড়া, ২৬ এপ্রিল, ২০২০ (বাসস) : বগুড়া সমাজ সেবা অধিদপ্তরের উদ্যেগে দুরোরোগ্য ব্যাধিতে আক্রান্তদের মধ্যে ১ কোটি ৩৮ লাখ টাকার চেক বিতরণ করা হয়। এদের মধ্যে আছে ক্যান্সার, কিডনি , লিভার সিরোসিস,স্ট্রোকজনিত প্য্যারালাইসিস, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ২৭৬ জন রোগী।
জেলা সমাজ সেবা কার্যালয়ে আজ দুপুরে এক অনুষ্ঠানে জেলা সমাজসেবা উপ-পরিচালক আবু সাঈদ মো. কাওসার রহমান ২৭৬ জনের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে চেক বিতরণ করেন।
জেলা সমাজ সেবা কার্যালয় সূত্র জানায়, ২০১৯-২০২০ অর্থবছরের প্রথম ও দ্বিতীয় কিস্তির এই সব রোগের আক্রান্তদের ৫৫৫ টি আবেদন পাওয়া যায়। যাচাই ব্ছাাই শেষে ২৭৬ জনকে মনোনিত করা হয়। এদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে চেক প্রদান করা হয়।
এদের মধ্যে ক্যান্সার রোগী ১৩৬ জন, কিডনি রোগী ৫৩ জন, লিভার সিরোসিস ১১ জন, স্ট্রোকে প্যারালাইসিস ২৭ জন, জন্মগত হৃদরোগী ৩৬ জন, থ্যালাসেমিয়া রোগী ১৩ জন।
চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সামাজ সেবা অধিদপ্তরের সহকারি পরিচালক সানাউল হক ও সহকারি পরিচালক মোছা. উম্মে হাবিবা।