বাসস বিদেশ-৭ : দ্বিতীয় বিশ্বযুদ্ধ বার্ষিকী উদযাপনকালে আস্থা ও সহযোগিতার প্রশংসায় রাশিয়া ও যুক্তরাষ্ট্র

117

বাসস বিদেশ-৭
রাশিয়া-যুক্তরাষ্ট্র-দ্বিতীয় বিশ্বযুদ্ধ
দ্বিতীয় বিশ্বযুদ্ধ বার্ষিকী উদযাপনকালে আস্থা ও সহযোগিতার প্রশংসায় রাশিয়া ও যুক্তরাষ্ট্র
মস্কো, ২৬ এপ্রিল, ২০২০ (বাসস ডেস্ক): রাশিয়া ও যুক্তরাষ্ট্র শনিবার দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত বাহিনীর একটি ঐতিহাসিক বৈঠক স্মরণ করে বলেছে, তাদের দেশ কিভাবে ‘আস্থা ও সহযোগিতা গড়ে তুলতে পারে’ এটি তার একটি দৃষ্টান্ত।
১৯৪৫ সালের ২৫ এপ্রিল জার্মানির এল্ব নদীতে সোভিয়েত ও মার্কিন বাহিনীর মধ্যে বৈঠক দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাজিদেও পরাজিত করার ক্ষেত্রে পথ নির্দেশকের ভূমিকা পালন করেছে।
এল্ব বৈঠকের ৭৫ তম বার্ষিকীতে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক যুক্ত বিবৃতিতে বলেন, কিভাবে দু’টি দেশ একত্রে কাজ করতে পারে এল্ব বৈঠকে তা তুলে ধরা হয়েছে।
ক্রেমলিন এবং হোয়াইট হাউস থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ‘কিভাবে আমাদের দেশ দু’টি মতপার্থক্য দূরে রেখে একটি অভিন্ন লক্ষ্যের নামে আস্থা ও সহযোগিতার সম্পর্ক গড়ে তুলতে পারে এটি তার একটি দৃষ্টান্ত।’
এতে বলা হয়, ‘সেভাবেই আমরা একুশ শতকের গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করতে পারি, ফ্যাসিজমকে পরাজিত করতে যারা একত্রে লড়াই করেছেন তাদের নীতি ও সাহসের প্রতি শ্রদ্ধা জানাই। তাদের বীরোচিত অবদান কখনোই ভুলে যাওয়া যায় না।’
রাশিয়ায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জন সুলিভান টুইটারে প্রচারিত এক ভিডিও বার্তায় বলেন, ‘অভিন্ন স্বার্থে আমরা একত্রে কাজ করে কিভাবে সফল হতে পারি এল্ব ছিল তার একটি প্রতীক।’
বাসস /এএফপি/অনু-এমএবি/১৪৪০/আরজি