বাজিস-২ : চাঁদপুরে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

111

বাজিস-২
বাজার-জরিমানা
চাঁদপুরে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা
চাঁদপুর, ২৬ এপ্রিল, ২০২০ (বাসস) : জেলায় পবিত্র রমজান উপলক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ের উদ্যোগে বাজার তদারকি কার্যক্রম শুরু হয়েছে।
শহরের পুরাণ বাজারে অভিযান পরিচালনাকালে পন্যের দাম বেশী রাখায় এবং মূল্য তালিকা না থাকায় ৭ প্রতিষ্ঠানকে ২১ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর কার্যালয় থেকে আজ জানানো হয়, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক নুর হোসেনের নেতৃত্বে গতকাল বিকেলে সদর উপজেলা পুরান বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিশেষ বাজার অভিযান পরিচালনা করা হয়।
এ সময় দাম বেশি রাখায় এবং প্রতিষ্ঠানে মূল্য তালিকা না রাখায় ৭টি প্রতিষ্ঠানকে ২১ হাজার ৫শ’ জরিমানা করা হয়।
নূও হোসেন জানান, ভোক্তা অধিদপ্তরের অভিযান জনস্বার্থে চলমান থাকবে বলে ।
বাসস/সংবাদদাতা/১৪৩০/কেজিএ