বাসস বিদেশ-৮ : পেরুর স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

201

বাসস বিদেশ-৮
পেরু-ভাইরাস-রাজনীতি
পেরুর স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ
লিমা, ২৫ এপ্রিল, ২০২০ (বাসস ডেস্ক) : পেরুর স্বরাষ্ট্র মন্ত্রী শুক্রবার পদত্যাগ করেছেন। প্রাণঘাতি করোনাভাইরাসে ১ হাজারের বেশি পুলিশ সদস্য আক্রান্ত হওয়ার পর তিনি পদত্যাগ করলেন। খবর এএফপি’র।
এদিকে প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে, পেরুর জাতীয় পুলিশের জেনারেল গ্যাস্টোন রদ্রিগুয়েজকে কার্লোস মোরানের স্থলাভিষিক্ত করা হয়েছে। গত ১৬ মার্চ হতে পেরুতে লকডাউন আরোপের পর থেকে পদত্যাগ করা তিনি হচ্ছেন দ্বিতীয় মন্ত্রী।
মোরানের পদত্যাগের কারণ সরকারিভাবে প্রকাশ করা হয়নি।
এ সপ্তাহে কর্মকর্তারা জানান, পেরুর মোট ১ লাখ ৪০ হাজার পুলিশ সদস্যের মধ্যে প্রায় ১ হাজার ৩শ’ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়।
জনস হফকিন্স ইউনিভার্সিটির দেয়া পরিসংখ্যান অনুযায়ী, পেরুতে এ পর্যন্ত কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২১ হাজার ও মৃতের সংখ্যা ৬শ’ ছাড়িয়ে গেছে।
দক্ষিণ আমেরিকার এ দেশে লোকজনের চলাচলের ওপর বিধিনিষেধ আগামী ১০ মে পর্যন্ত অব্যাহত থাকবে। দেশটির সীমান্তও বন্ধ করে দেয়া হয়েছে।
গত ২১ মার্চ স্বাস্থ্যমন্ত্রী এলিজাবেথ হিনোস্ট্রোজা পদত্যাগ করার পর মোরান পদত্যাগ করলেন। তিনি দুই বছর ধরে প্রেসিডেন্ট মার্টিন ভিজকারার অধীনে দায়িত্ব পালন করেন।
বাসস/এমএজেড/২০৫৪/স্বব