বাসস দেশ-২৭ : খন্দকার আসাদুজ্জামানের মৃত্যুতে স্পিকারের শোক

217

বাসস দেশ-২৭
স্পিকার-শোক
খন্দকার আসাদুজ্জামানের মৃত্যুতে স্পিকারের শোক
ঢাকা, ২৫ এপ্রিল, ২০২০ (বাসস) : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা খন্দকার আসাদুজ্জামানের মৃত্যুতে গভীর শােক ও দুঃখ প্রকাশ করেছেন।
আসাদুজ্জামান টাঙ্গাইলের গোপালপুর-ভূয়াপুর নির্বাচনী এলাকার সাবেক সাংসদ এবং মুজিবনগর সরকারের প্রথম অর্থ সচিব ছিলেন।
আজ এক শোকবার্তায় স্পিকার খন্দকার আসাদুজ্জামানের রুহের মাগফেরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সাবেক সাংসদ খন্দকার আসাদুজ্জামান আজ বিকেলে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বর্তমান সংসদ সদস্য অপরাজিতা হকের বাবা এবং একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবুর শ্বশুর খন্দকার আসাদুজ্জামান দীর্ঘদিন হৃদরোগে ভুগছিলেন।
এছাড়া, খন্দকার আসাদুজ্জামান-এর মৃত্যুতে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
বাসস/সবি/এমএসএইচ/২০২৭/স্বব