বাসস ক্রীড়া-৮ : অবসর নিলেন সানা মীর

196

বাসস ক্রীড়া-৮
ক্রিকেট-মীর
অবসর নিলেন সানা মীর
করাচি, ২৫ এপ্রিল ২০২০ (বাসস) : আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন পাকিস্তান নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সানা মীর।
এক বিবৃতিতে মীর বলেন, ‘গেল কয়েক মাস যাবত আমার মনে হচ্ছে, এখনই ক্রিকেটকে বিদায় বলার সেরা সময়। আমি বিশ্বাস করি, দেশের জন্য আমার সেরাটা দিতে পেরেছি। পাকিস্তানের হয়ে আমার বেশ কিছু বড় অর্জন রয়েছে। আমার সকল কোচ, সতীর্থদের ধন্যবাদ জানাই।’
২০০৫ সালে ওয়ানডে দিয়ে পাকিস্তানের হয়ে অভিষেক হয় মীরের। দেশের হয়ে ১২০টি ওয়ানডে খেলেছেন তিনি। ২০০৯ সালে টি-২০ আঙ্গিনায় পা রাখেন ৩৪ বছর বয়সী এই খেলোয়াড়। ১০৬টি টি-২০ ম্যাচ খেলেন মীর। যার মধ্যে ১৩৭টি ম্যাচেই ছিলেন অধিনায়ক।
১২০টি ওয়ানডেতে ২৪ দশমিক ২৭ গড়ে ১৫১টি উইকেট শিকার করেছেন মীর। পাকিস্তানের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারি এই অফ-স্পিনার।
তবে ক্রিকেট বিশ্বে নারীদের ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারি বোলারদের তালিকায় যৌথভাবে চতুর্থস্থানে রয়েছেন মীর। ২০১৮ সালের অক্টোবরে আইসিসি’র নারীদের ওয়ানডে বোলিং র‌্যাংকিংয়ে তালিকার শীর্ষে উঠেছিলেন তিনি।
ব্যাট হাতে পারদর্শী ছিলেন মীর। ওয়ানডেতে ১৬৩০ ও টি-২০তে ৮০২ রান করেছেন মীর।
২০১৯ সালের নভেম্বরে লাহোরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর থেকে মাঠের বাইরে ছিলেন মীর।
বাসস/এএমটি/২০১৮/স্বব