স্বল্প পরিসরে আদালত পরিচালনার সিদ্ধান্ত স্থগিত

384

ঢাকা, ২৫ এপ্রিল ২০২০ (বাসস) : বৈশ্বিক মহামারি করোনাভাইরাস জনিত উদ্ভূত পরিস্থিতিতে সাধারণ ছুটির মধ্যে স্বল্প পরিসরে উচ্চ ও নিম্ন আদালত পরিচালনার সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।
গত ২৩ এপ্রিল এক সিদ্ধান্তে সুপ্রিমকোর্ট প্রশাসন জানায়, সুপ্রিমকোর্টের আপিল বিভাগে চেম্বার কোর্ট ও হাইকোর্টের একটি বেঞ্চে মামলা সংক্রান্ত জরুরি বিষয় নিষ্পত্তিতে বিচার কার্যক্রম পরিচালনা করা হবে।
সুপ্রিমকোর্টেও মুখপাত্র ও হাইকোর্টের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান সুপ্রিমকোর্ট প্রশাসনের এই সিদ্ধান্ত স্থগিতের কথা আজ জানান। সুপ্রিমকোর্টেও রেজিস্ট্রার জেনারেল মো: আলী আকবর স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিও আজ প্রকাশ করা হয়েছে।
করোনা ভাইরাসের কারণে সাধারণ ছুটি ২৬ মার্চ থেকে সরকারি আদেশের সঙ্গে মিল রেখে আদালত অঙ্গণও এখন বন্ধ রয়েছে।
আজ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা ভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতে সুপ্রিমকোর্টের আপিল বিভাগে চেম্বার কোর্ট, হাইকোর্টেও একটি বেঞ্চ ২৭ এপ্রিল পর্যন্ত এবং সপ্তাহে দুই দিন জেলা ও দায়রা জজ আদালত খোলার রাখার সিদ্ধান্ত পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আজ অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে আগামীকাল রোববার ২৬ এপ্রিল সুপ্রিমকোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে ফুলকোর্ট সভা আহবান করা হয়েছে।