কুমিল্লায় অসহায়দের খাদ্য ও ইফতার সামগ্রী দিলেন সেনাবাহিনী

244

কুমিল্লা (দক্ষিণ), ২৫ এপ্রিল, ২০২০ (বাসস) : করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জেলায় লকডাউন নিশ্চিতের লক্ষ্যে শহরে আজ ৫ শতাধিক রিকশাচালক-পঙ্গু ও দিনমজুরকে খাদ্য-সবজি ও ইফতার সামগ্রী দিলেন বাংলাদেশ সেনাবাহিনীর কুমিল্লা এরিয়া কমান্ড। শহরের ঈদগাহ মোড়ে এসব অসহায় মানুষের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এছাড়াও জেলা শহরের বিভিন্ন এলাকার দিনমজুর-কর্মহীন অসহায় মানুষের বাড়ি-বাড়িতে খাদ্য-ইফতার সামগ্রী ও আবার কাউকে নগদ অর্থ পৌছে দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর কুমিল্লা এরিয়া ইউনিট।
উপহার সামগ্রীর মধ্যে মাথাপিছু- চাল ১০ কেজি, আলু ৫ কেজি, আটা ২ কেজি, ডাল ২ কেজি, তেল ১ লিটার, লবন ১ কেজি, ছোলা ১ কেজি, চিড়া এক কেজি, সাবান ২ টি, খেজুর আধা কেজি ও পেঁয়াজ ১ কেজি। এছাড়া লাউ, টমেটো, লেবু, লালশাক, মিস্টি কুমড়াসহ বিভিন্ন সবজি প্রদান করা হয়।
কুমিল্লা সেনানিবাসের ৩১ বীরের কমান্ডিং অফিসার লে. কর্নেল মাহাবুব আলম জানান, করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে ঘরে থাকার বিকল্প নেই। আজও অনেক রিকশাচালক, দিনমজুর, পঙ্গু, গৃহপরিচারিকাকে আমরা খাদ্য দিয়ে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছি।
ইফতার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সেনানিবাসের ৩১ বীরের কমান্ডিং অফিসার লে. কর্নেল মাহাবুব আলম, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা মতিন, সেনানিবাসের ক্যাপ্টেন সাইফ।