সিলেটে খোলা বাজারে ইফতার সামগ্রি বিক্রি নিষেধ

242

সিলেট, ২৫ এপ্রিল, ২০২০ (বাসস) : সিলেটে করোনাভাইরাস বিস্তাররোধে রমজান মাসে ইফতার সামগ্রী খোলাবাজারে বিক্রয় না করার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। শুক্রবার থেকে এ বিষয়ে প্রচার কার্যক্রম অব্যাহত রেখেছে জেলা তথ্য অফিসের ভ্রাম্যমান প্রচার গাড়ি।
সিলেট বিভাগীয় তথ্য অফিসের উপপরিচালক জুলিয়া যেসমিন মিলি জানান, সিলেটে রমজান মাসের শুরু থেকে বাহারি ইফতার বিক্রি হতো। করোনা ভাইরাস রোধে সিলেটসহ সারাদেশে লকডাউন চলায় এবার খোলা বাজারে ইফতার বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছেন জেলা প্রশাসক।
তথ্য অফিস ভ্রাম্যমান প্রচার গাড়ির মাধ্যমে বিষয়টি মুসল্লি ও ব্যবসায়ীদের অবগত করছে। একই সঙ্গে তারাবিহ নামাজ ঘরে আদায় করার নির্দেশনাও প্রচার করা হচ্ছে।