চিলমারীতে ১৫শ’ পরিবারের মাঝে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর ত্রাণ বিতরণ

193

ঢাকা, ২৫ এপ্রিল ২০২০ (বাসস) : করোনা পরিস্থিতিতে অসহায়, দরিদ্র, শ্রমজীবী ১৫শ’ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন।
আজ শনিবার প্রতিমন্ত্রী তার নিজ নির্বাচনী এলাকা কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায়, দরিদ্র ও শ্রমজীবী মানুষের মাঝে বিভিন্ন ত্রান সামগ্রী বিতরণ করেন। তিনি প্রতিটি পরিবারের মাঝে ১০ কেজি করে চালসহ অন্যান্য সামগ্রী বিতরণ করেন।
প্রতিমন্ত্রী বলেন, সকলে ঘরে থাকবেন, কেউ ঘর থেকে বের হবেন না,সামাজিক দূরত্ব বজায় রাখুন, বার বার ২০ সেকেন্ড ধরে সাবান দিয়ে হাত ধোবেন।
তিনি বলেন, করোনা পরিস্থিতি থেকে দেশ স্বাভাবিক অবস্থায় ফিরে না আসা পর্যন্ত সরকার আপনাদের ঘরে ত্রান পৌঁছে দেবে। আপনারা কেউ অনাহারে থাকবেন না।
এসময় চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ ডব্লিউ এম রায়হান শাহ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত আলী বীর বিক্রমসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।