বাজিস-৫ : শরীয়তপুরে মোট আক্রান্ত ১৩, হোম কোয়ারেন্টাইনে ৯৬৩ জন

150

বাজিস-৫
আক্রান্ত-কোয়ারেন্টাইন
শরীয়তপুরে মোট আক্রান্ত ১৩, হোম কোয়ারেন্টাইনে ৯৬৩ জন
শরীয়তপুর, ২৫ এপ্রিল, ২০২০ (বাসস) : জেলার নড়িয়া উপজেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে তিনজন পুরুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। জেলায় সর্বমোট ২৯৩ টি করোনা নমুনার রিপোর্টে ২৮০টি নেগেটিভ ও ১৩টি পজেটিভ পাওয়া গেছে।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের করোনা কন্ট্রোল রুমের সমন্বয়ক ডা. আব্দুর রশিদ বাসস’কে জানান, আজ সকাল সাড়ে ১০টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় প্রাপ্ত ৮১ টি রিপোর্টের মধ্যে ৭৮ টি নেগেটিভ ও ৩ টি পজিটিভ এসেছে। এ নিয়ে সর্বমোট প্রাপ্ত রিপোর্ট ২৯৩ টির মধ্যে ২৮০টি নেগেটিভ ও ১৩টি পজেটিভ পাওয়া গেছে। এ ছাড়াও গত ২৪ ঘন্টায় বিভিন্ন আক্রান্ত জেলা থেকে আসা ১৬ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। জেলায় এখন মোট হোম কোয়ারেন্টাইনে আছে ৯৬৩ জন। আক্রান্ত ১৩ জনের মধ্যে একজন কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ছাড়া বাকি ১২ জনকে নিজ বাড়িতে নিবিড় আইসোলেশনে রেখে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।
বাসস/সংবাদদাতা/১৩১৫/কেজিএ