কঙ্গোতে ব্যাপক অভিযানের পর ধর্মীয় গ্রুপ প্রধান গ্রেফতার

278

কিনশাসা, ২৫ এপ্রিল, ২০২০ (বাসস ডেস্ক) : গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে ভয়াবহ হামলা চালানোর জন্য দায়ে অভিযুক্ত বিচ্ছিন্নতাবাদী ধর্মীয় গোষ্ঠীর স্বঘোষিত নেতাকে গ্রেফতার করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর কয়েকশ’ সদস্য কিনশাসায় এ নেতার বাড়িতে বড় ধরণের অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। খবর এএফপি’র।
পুলিশ টুইটারে দেয়া এক বার্তায় জানায়, ‘মিশন শেষ।’ শুক্রবার কয়েক ঘণ্টা ধরে অবরুদ্ধ কওে রেখে সাবেক এমপি নি মুয়ান্দা নসামির বাড়িতে সৈন্যরা অভিযান চালানোর পর পুলিশ একথা জানায়। নসামি হচ্ছেন বুন্দু দিয়া কঙ্গোর (বিডিকে) ধর্মীয় গোষ্ঠীর প্রধান।
নাম প্রকাশ না করার শর্তে পুলিশ সূত্র জানায়, বিডিকে’র অনেক সদস্যকে ওই বাড়িতে পাওয়া গেছে। তারা আরো জানায়, সেখানে এ অভিযানে অনেক মানুষ নিহত হয়েছে।
এদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, অভিযানে কমপক্ষে ৮ জন নিহত ও আরো ৩৫ জন আহত হয়েছে। হতাহতের ব্যাপারে বিস্তারিত আর কিছু বলা হয়নি।
বিবৃতিতে আরো বলা হয়, মোট ১৬৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, এ অভিযানে ৮ কর্মকর্তা মারাত্মকভাবে আহত হয়েছে। নিহতদের সকলে ওই ধর্মীয় গোষ্ঠীর সদস্য বলে তারা জানায়।
তবে, প্রত্যক্ষদর্শীরা এএফপি’কে বলেছে, তারা পুলিশের অভিযানের পর ১৫টি লাশ পড়ে থাকতে দেখেছে। তারা জানায়, এ ঘটনায় আরো অনেকে আহত হয়েছে।
প্রসিকিউটরদের কাছে হস্তান্তর করার আগে ৭০ বছর বয়সী নসামি মাথায় আঘাত পাওয়ায় তাকে হাসপাতালে নেয়া হয়।