বাসস দেশ-৩ : ডিএসসিসি কর্মকর্তা মিল্লাতুল ইসলামের দাফন সম্পন্ন

159

বাসস দেশ-৩
ডিএসসিসি-কর্মকর্তা-দাফন
ডিএসসিসি কর্মকর্তা মিল্লাতুল ইসলামের দাফন সম্পন্ন
ঢাকা, ২৪ এপ্রিল, ২০২০ (বাসস) : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সাবেক অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা খন্দকার মিল্লাতুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে।
আজ বাদ জোহর বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) করোনা টেস্টের জন্য তার মরদেহ থেকে নমুনা সংগ্রহ করেছে বলে ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় বাসসকে জানান।
খন্দকার মিল্লাতুল ইসলাম বৃহস্পতিবার সন্ধ্যায় বুকে ব্যথা অনুভব করলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত ডিএসসিসির মেয়রের বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক পরামর্শক হিসেবে (চুক্তি ভিত্তিক ) দায়িত্বে ছিলেন। তার বয়স হয়েছিল ৬১ বছর। তিনি এক ছেলে ডা. শাওন ও স্ত্রীসহ অসংখ্য আত্মীয় স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকনসহ ডিএসসিসির কর্মকর্তারা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তারা পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
বাসস/এমএসএইচ/১৩২৮/-এবিএইচ