তুরস্কে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে

235

আঙ্কারা, ২৪ এপ্রিল, ২০২০ (বাসস ডেস্ক) : তুরস্কে বৃহস্পতিবার মহামারি করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ১ লাখ ১ হাজার ৭৯০ জনে দাঁড়িয়েছে। তুরস্কের স্বাস্থ্য মন্ত্রী একথা জানিয়েছেন। খবর এএফপি’র।
ফাহরাত্তিন কোকা তার সরকারি টুইটার একাউন্টে জানান, দেশটিতে গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ ভাইরাসে নতুন করে ১১৫ জনের মৃত্যু এবং ৩ হাজার ১১৬ জন আক্রান্ত হয়েছে।
সর্বশেষ দেয়া এ হিসাব অনুযায়ী তুরস্কে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৪৯১ জনে দাঁড়ালো।
কোভিড-১৯ ভাইরাসের ছড়িয়ে পড়া রোধে বৃহস্পতিবার আঙ্কারা ও ইস্তাম্বুলসহ তুরস্কের ৩১ টি নগরীতে ৪ দিনের লকডাউন শুরু হয়েছে। রোববার মধ্যরাত পর্যন্ত এসব নগরীতে লকডাউন অব্যাহত থাকবে।
সরকার ইতিমধ্যে স্কুল ও বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ এবং রেস্তোরার মতো বিভিন্ন জনসমাবেশস্থল ও জনসমাবেশ নিষিদ্ধ করেছে।
তুরস্কের ৮০ শতাংশ চিকিৎসকের প্রতিনিধিত্বকারী সংগঠন টার্কিস মেডিকেল অ্যাসোসিয়েশন বুধবার জানায়, প্রায় ৩ হাজার ৫০০ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছে এবং ২৪ জন মারা গেছে।