বাসস ক্রীড়া-১৬ : সত্যিকারার্থে ক্রোয়েশিয়া অনেক ভালো খেলেছে : ডেলিচ

173

বাসস ক্রীড়া-১৬
ফুটবল-ডেলিচ
সত্যিকারার্থে ক্রোয়েশিয়া অনেক ভালো খেলেছে : ডেলিচ
মস্কো (রাশিয়া), ১৬ জুলাই ২০১৮ (বাসস) : গত রাতে ২১তম ফুটবল বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের কাছে ৪-২ গোলে হেরে শিরোপা বঞ্চিত হয়েয়ছে ক্রোয়েশিয়া। প্রথমবারের মত ফাইনালে উঠেও সোনায় মোড়ানো শিরোপায় হাত দেয়া হলো না ক্রোয়েশিয়ার। তবে ক্রোয়েশিয়া কোচ জøাটকা ডেলিচের মতে এবারের বিশ্বকাপে তার দল প্রত্যাশার চাইতেও ভালো ফুটবল খেলেছে। তিনি বলেন, ‘টুর্নামেন্ট শুরুর আগে ভাবিনি আমরা দল হিসেবে এতটা ভালো খেলতে পারবো। সত্যি, আমরা অনেক ভালো ফুটবল খেলেছি। তাই বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত আসতে পেরেছি। এজন্য আমি গর্বিত।’
গ্রুপ পর্বে ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ ছিলো দু’বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নাইজেরিয়া ও আইসল্যান্ড। তিন ম্যাচেই দাপট দেখিয়ে জয় তুলে নেয় ক্রোয়েশিয়া। নক-আউট পর্বেও নিজেদের দুরন্তপনা দেখায় ডেলিচের শিষ্যরা। শেষ ষোলো, কোয়ার্টারফাইনাল ও সেমিফাইনালে প্রথমে গোল হজম করেও ম্যাচ জিতে ফাইনালে ওঠে ক্রোয়েশিয়া। এতে বিশ্ব ফুটবল মঞ্চে বিশ্বের হৃদয় জয় করে নেয় ক্রোয়েশিয়া। বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছিলো ক্রোয়েশিয়া। কিন্তু দুভার্গ্য ক্রোয়েশিয়ার। ফাইনালে ফ্রান্সের বিপক্ষে জিততে পারেনি তারা । তাই প্রথমবারের মত বিশ্বকাপের দ্বারপ্রান্তে এসেও শিরোপার স্বাদ নেয়া হলো না ক্রোয়েশিয়ার।
তারপরও দলের পারফরমেন্সে খুব খুশী ক্রোয়েশিয়ার কোচ ডেলিচ। তিনি বলেন, ‘দল যেভাবে পুরো টুর্নামেন্টে খেলেছে, এটি অবশ্যই প্রশংসার দাবী রাখে। দলের খেলোয়াড়দের নিয়ে আমি গর্বিত। বিশ্বকাপের শুরুতে ফেভারিটের তালিকায় না থাকার পরও দুর্দান্ত সব ম্যাচ জিতে ফাইনাল খেলা চাট্টিখানি কথা নয়। আমরা সত্যিই খুব ভালো খেলেছি। এজন্য সকলকে ধন্যবাদ।’
দুর্দান্ত পারফরমেন্সে এবারের বিশ্বকাপের গোল্ডেন বল জয় করেন ক্রোয়েশিয়ার মিডফিল্ডার লুকা মড্রিচ। পুরো টুর্নামেন্টে তার নজরকাড়া পারফরমেন্স ক্রোয়েশিয়াকে বিশ্বকাপের ফাইনালে উঠতে বড় অবদান রাখে। মড্রিচের গোল্ডেন বল জয়ে খুশী ডেলিচ নিজেও। তিনি বলেন, ‘আমরা খুবই খুশি যে মড্রিচ গোল্ডেন বল জিতেছে। পুরো আসরেই ভালো খেলেছে সে। তাই গোল্ডেন বল তার প্রাপ্য।’
এদিকে ফাইনাল ম্যাচের রেফারিং নিয়ে সমালোচনা করেছেন ডেলিচ। ম্যাচের ৩৮ মিনিটে বক্সের ভেতর ফ্রান্সের স্ট্রাইকার গ্রিজম্যানের নেয়া কর্ণারে উড়ে আসা বল হাতে লাগে ক্রোয়েশিয়ার মিডফিল্ডার পেরিসিচের। এতে পেনাল্টির আবেদন করে ফ্রান্স। কিন্তু এমন ঘটনা দেখতে না পারায় পেনাল্টি এড়িয়ে যান অনফিল্ড রেফারি আর্জেন্টিনার নেস্তর পিতানা। তবে ফরাসিদের জোড়ালো আবেদনের প্রেক্ষিতে বাধ্য হয়ে ভিএআরের সহায়তা নেন পিতানা। ভিডিও’তে স্পষ্টই দেখা যায়, বল পেরিসিচের হাতে লেগেছে। তাই নিজের সিদ্বান্ত থেকে সড়ে এসে পেনাল্টির নির্দেশ দেন পিতানা। পেনাল্টি থেকে গোল করে ফ্রান্সকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন গ্রিজম্যান। রেফারির এমন সিদ্ধান্তের সমালোচনা করে ডেলিচ বলেন, ‘বিশ্বকাপের ফাইনালে এভাবে পেনাল্টি আশা করা যায় না। রেফারির আরও ভালোভাবে দায়িত্ব পালন করা উচিত ছিলো। তবে ভাগ্য আমাদের সাথে ছিলো না। এছাড়া ফ্রান্স ভালো খেলেছে, তাই জিততে পেরেছে। এজন্য তাদের অভিনন্দন।’
বাসস/এএমটি/১৮০০/মোজা/স্বব