স্পেনে করোনায় ২৪ ঘন্টায় ৪৪০ জনের মৃত্যু

297

মাদ্রিদ, ২৩ এপ্রিল,২০২০ (বাসস ডেস্ক) : স্পেন বৃহস্পতিবার বলেছে, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে ৪৪০ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ১৫৭ জন।
করোনায় বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্থ যুক্তরাষ্ট্র ও ইতালির পরে তৃতীয় দেশ স্পেনে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ১৩ হাজার। স্পেনের স্বাস্থ্য মন্ত্রনালয় এ কথা জানায়।
স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা প্রায় তিন সপ্তাহের লকডাউনের পরে স্পেনে করোনা সবচেয়ে উচ্চ সীমায় উঠেছিল ২ এপ্রিল।এ দিন ২৪ ঘন্টায় সর্বোচ্চ ৯৫০ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী সালভাদর ইললা এক সংবাদ সম্মেলনে বলেছেন,আমরা আমাদের লক্ষ্য অর্জন করেছি এবং চলতি সপ্তাহে করোনার প্রভাব কমে এসেছ্ েতবে আমাদেরকে মহামারির আরো কঠিন সময় পাড় করতে হবে।