বাসস ক্রীড়া-৬ : বেল দস্পতির ৫ লাখ পাউন্ড দান

225

বাসস ক্রীড়া-৬
ফুটবল-বেল
বেল দস্পতির ৫ লাখ পাউন্ড দান
মাদ্রিদ, ২৩ এপ্রিল ২০২০ (বাসস) : প্রাণঘাতি করোনাভাইরাসের বরুদ্ধে লড়াই আর্থিক সহায়তায় এগিয়ে এলেন রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার গ্যারেথ বেল তার স্ত্রী ইম্মা।
ওয়েলস ইউনিভার্সিটি হাসপাতালে পাঁচ লাখ পাউন্ড দান করেছেন বেল দম্পতি। নিজ জন্মভূমি ওয়েলসের রাজধানী কার্ডিফের এই হাসপাতালেই জন্মগ্রহণ করেছিলেন বেল।
ওয়েলস ইউনিভার্সিটি হাসপাতালে এই টুইট বার্তায়, বেল ও তার স্ত্রীকে ধন্যবাদও দিয়েছেন।
এদিকে, স্পেনের সংবাদমাধ্যম বলছে- স্পেনের মাদ্রিদ শহরের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানেও সমপরিমাণ অর্থ দান করবেন বলে জানিয়েছেন বেল।
সর্বশেষ তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনাভাইরাসে ১ লাখ ৩৪ হাজার ১৪৯ মানুষ আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১৮ হাজার ৩৪৫ জনের।
বাসস/এএমটি/১৯১১/স্বব