বাসস ক্রীড়া-৪ : নড়াইলে মাশরাফির উদ্যোগে ‘ডক্টরস সেফটি চেম্বার’

123

বাসস ক্রীড়া-৪
ক্রিকেট-মাশরাফি
নড়াইলে মাশরাফির উদ্যোগে ‘ডক্টরস সেফটি চেম্বার’
নড়াইল, ২৩ এপ্রিল ২০২০ (বাসস) : প্রাণঘাতি করোনাভাইরাসের বিপক্ষে লড়তে আরও একটি প্রশংসনীয় উদ্যোগ নিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।
ব্যক্তিগত অর্থায়নে সদর হাসপাতালের সামনে ‘ডক্টরস সেফটি চেম্বার’ স্থাপন করেছেন মাশরাফি।
সম্পূর্ণ কাঁচ দিয়ে ঘেরা এই চেম্বারের মধ্যে চিকিৎসক থাকবেন। কাঁচের সামনে দু’টি ছিদ্র দিয়ে রোগীর রক্তচাপ নির্ণয় এবং থার্মাল ডিটেক্টরের মাধ্যমে রোগীর শরীরের তাপমাত্রা পরীক্ষা করবেন চিকিৎসকরা। পরীক্ষায় কোন রোগীর শরীরে করোনা উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শে তাকে করোনা ওয়ার্ডে পাঠানো হবে।
জেলা প্রশাসক আনজুমান আরা গতকাল বিকেলে এ চেম্বারের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম, নড়াইল সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুস শাকুর, মাশরাফির বাবা গোলাম মর্তুজা স্বপন, সদর হাসপাতালের আর.এম.ও ডা. মশিউর রহমান বাবুসহ আরও অনেকে।
করোনাভাইরাস আক্রান্ত কোনো রোগীর দ্বারা হাসপাতালের চিকিৎসক-নার্স বা অন্যান্যরা সংক্রমিত না হন সে জন্যই এ চেম্বার চালু করা হয়েছে।
বাসস/এএমটি/১৯০৯/স্বব