বাজিস-১৩ ১০ : নড়াইলে ১০ টাকা কেজি দরে চাল পাচ্ছে ৩ হাজার ৬০০ পরিবার

129

বাজিস-১৩
১০ টাকা-চাল
নড়াইলে ১০ টাকা কেজি দরে চাল পাচ্ছে ৩ হাজার ৬০০ পরিবার
নড়াইল, ২৩ এপ্রিল, ২০২০ (বাসস) : জেলায় ওএমএস’র আওতায় মধ্যবিত্ত-নি¤œআয়ের ৩ হাজার ৬০০ পরিবার পাচ্ছে ১০টাকা কেজি দরে চাল।
সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় আজ শহরের পুরাতন বাস টার্মিনালে ১০টাকা কেজি দরে চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুমান আরা।
এ সময় জেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ মনিরুল হাসান, নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার সালমা সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে বুধবার সন্ধ্যায় জেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ মনিরুল হাসান নড়াইল পৌরসভার কুড়িগ্রাম-ভওয়াখালী এলাকার কার্ডধারীদের বাড়ি বাড়ি গিয়ে ১০টাকা কেজি দরের চাল প্রাপ্তির কার্ড পৌঁছে দেন।
জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, আসন্ন রমজানকে সামনে রেখে প্রধানমন্ত্রীর নির্দেশে খাদ্য বিভাগের মাধ্যমে সমাজের মধ্যবিত্ত-নি¤œআয়ের মানুষের মাঝে ১০ টাকা কেজি দরের চাল বিক্রি শুরু হয়েছে। চাল বিক্রির উদ্বোধনকালে তিনি করোনা সংক্রমণ প্রতিরোধে সবাইকে ঘরে থাকার আহবান জানান।
জেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিস সূত্রে জানা যায়, বিশেষ ওএমএস’র আওতায় নড়াইল পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ৩ হাজার ৬০০ পরিবারকে কার্ড দেয়া হয়েছে। প্রতি পরিবার ১০টাকা কেজি দরে মাসে ২০ কেজি করে চাল পাবেন। করোনার প্রাদুর্ভাবে মধ্যবিত্ত-নি¤œআয়ের পরিবারের সদস্যরা যাতে খাবারে কষ্ট না পায় সেজন্য সরকার কার্ডের মাধ্যমে কমদামে চাল বিক্রির কার্যক্রম শুরু করেছে বলে খাদ্য বিভাগ সূত্রে জানা যায়।
বাসস/সংবাদদাতা/১৯০২/কেজিএ