বাসস দেশ-১৩ : আব্দুর রউফ তালুকদারকে অর্থ বিভাগের ভারপ্রাপ্ত সচিব নিয়োগ

154

বাসস দেশ-১৩
ভারপ্রাপ্ত অর্থসচিব-নিয়োগ
আব্দুর রউফ তালুকদারকে অর্থ বিভাগের ভারপ্রাপ্ত সচিব নিয়োগ
ঢাকা, ১৬ জুলাই, ২০১৮ (বাসস) : সরকার অর্থ বিভাগের অতিরিক্ত সচিব আব্দুর রউফ তালুকদারকে (৪০৩৪) একই বিভাগের ভারপ্রাপ্ত সচিব পদে নিয়োগ দিয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে
তাকে এ পদে নিযোগ দেয়া হয়।
আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞপিন জারি করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এর আগে গতকাল রোববার অর্থসচিব মোহাম্মদ মুসলিম চৌধুরীকে মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক পদে নিয়োগ দেয়া হলে এ পদটি খালি হয়।
রাষ্ট্রপতি, বাংলাদেশের সংবিধানের ১২৭(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে মোহাম্মদ মুসলিম চৌধুরীকে এ পদে নিয়োগ প্রদান করেন।
সিরাজগঞ্জ জেলায় জন্ম নেয়া আব্দুর রউফ তালুকদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস ম্যানেজমেন্ট (আইবিএ) থেকে এমবিএ সম্পন্ন করেন। পরে তিনি যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে উন্নয়ন ব্যবস্থাপনা বিষয়ে এমএসসি সম্পন্ন করেন।
বাসস/সবি/জেডআরএম/১৭৩০/জেহক