চাঁদপুরে আক্রান্ত ১২, হোম কোয়ারেন্টাইনে ১২৬৩ জন

236

চাঁদপুর, ২৩ এপ্রিল, ২০২০ (বাসস) : জেলা সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্যাহ বাসসকে জানান, জেলায় এখন হোম কোয়ারেন্টাইনে আছেন ১২৬৩ জন। এই পর্যন্ত মোট ১২ জন করোনাভাইরাসের রোগী সনাক্ত হয়েছে। আইসোলেশনে চিকিৎসাধীন থাকা সন্দেহভাজন একজন গতরাতে মৃত্যুবরণ করেছেন।
তিনি জানান, আজ হাতে আসা আরো ১০টি নমুনার রিপোর্টের সবগুলোই নেগেটিভ এসেছে। এ পর্যন্ত মোট ১৭৬টি রিপোর্ট এসেছে, এখনো বাকি আছে ৪৭টি রিপোর্ট।
সিভিল সার্জন জানান, গত কয়েকদিনে ঢাকা, নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে আসা ১২৬৩ জন বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আরএমও ডা. সুজাউদ্দৌলা রুবেল জানান, গত মঙ্গলবার করোনার উপসর্গ নিয়ে ফরিদগঞ্জ উপজেলার নয়ারহাট এলাকার এক বৃদ্ধা (৭৫) হাসপাতালে আসলে সন্দেহভাজন রোগী হিসেবে তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। বুধবার তার করোনা টেস্টের নমুনা সংগ্রহ করা হয়। এরপর বুধবার দিবাগত (বৃহস্পতিবার) মধ্যরাতে আইসোলেশন ওয়ার্ডেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। করোনার সন্দেহভাজন রোগী হিসেবে তাকে বিশেষ ব্যবস্থায় দাফন করা হবে।